ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছিল মিয়ানমারে: ল্যারি জাগান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ২৪ জুন ২০১৮ | আপডেট: ২২:৩৬, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জাতিসংঘ দূতের হস্তক্ষেপে মিয়ানমার ফের সামরিক অভ্যুত্থানের হাত থেকে রক্ষা পেয়েছে বলে দাবি করেছেন বিবিসির সাবেক সাংবাদিক ল্যারি জাগান।

তিনি বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস নিউজ এডিটর হিসেবে কাজ করতেন। ব্যাংকক পোস্টে শনিবার তার মতামত ছাপা হয়েছে।  

তিনি লিখেছেন,‘মিয়ানমারের সর্বোচ্চ বেসামরিক কর্মকর্তা স্টেট কাউন্সিলর অং সান সুচি ও আর্মি কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং লেইংয়ের মধ্যে উত্তেজনা নিরসনে কাজ করেছেন জাতিসংঘের বিশেষ দূত। দুই সপ্তাহ আগে রাখাইন ইস্যুতে সরকারের কার্যক্রম ও মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এই দুই নেতার মধ্যে রেষারেষি চরম আকার ধারণ করেছিল।’  

ল্যারি জাগান আরও বলেছেন, সংকটময় ওই মুহূর্তে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রানার বার্গনার মিয়ানমার সফর করেন। নিয়োগ পাওয়ার পর এটিই ছিল তার প্রথম সফর। প্রথম সফরটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার।  

এ সময়টাতে তিনি স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং সেনাপ্রধানসহ মিয়ানমার সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। এই সময় তিনি বেশ কিছু নিবিড় ও খোলামেলা বিষয়ে আলোচনা করেন যা দেশের দুই প্রধানের মধ্যকার উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখে।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি